নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় সাংবাদিকে ফোন করে প্রাণনাশের হুমকির ঘঠনা ঘটেছে। আজ রবিবার সকাল ১১.১৫ সময়
অপরিচিত +৮৮০১৬১১-৪৪৭৭৩১ মোবাইল নাম্বার থেকে ডেইলি মোরনিং অভজারভার ও সৃষ্টি টেলিভিশন এর জেলা প্রতিনিধি সাংবাদিক অন্তর আহম্মেদ কে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালাগালি ও ২৪ ঘন্টার মধ্য নওগাঁ শহর ছেড়ে না গেলে গুলি করে মেরে ফেলার হুমকি প্রদান করে।
এই বিষয়ে সাংবাদিক অন্তর আহম্মেদ বাদি হয়ে নওগাঁ সদর মডেল থানায় জিডি করেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
