রাজস্থলী প্রতিনিধিঃ রাঙামাটি পার্বত্য রাজস্থলী উপজেলায় দুর্গম এলাকার করোনা ভাইরাস প্রতিরোধে ও গ্রামগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উপজেলার সকল গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় করেছেন রাজস্থলী থানায় নবাগত সিনিয়র সহকারি পুলিশসুপার মোঃ আবু ছালেহ । বুধবার সকালে সাপ্তাহিক হাজিরা দিতে আসলে থানা প্রাঙ্গনে তিনি মতবিনিময়করেন। সভায় গ্রাম পুলিশদের করোনা ভাইরাস প্রতিরোধ ও করণীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন সহকারি পুলিশ সুপার ।
তিনি উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজারে করোনা পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে অবহিত করেন। এছাড়াও মাদক বিরোধী অভিযান পরিচালনা সহ আইন শৃঙ্খলা বজায় রাখতে নিরলস ভাবে কাজ চালিয়ে যাওয়ারও আহবান জানান।
তিনি হোম কোয়ারেন্টাইনের বিষয় কঠোর নির্দেশনা প্রদান করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমদও অন্যান্য কর্মকর্তা কর্মচারীগন এসময় উপস্থিত ছিলেন।