ময়মনসিংহ প্রতিনিধি ঃ মুক্তাগাছায় আওয়ামীলীগের একাংশ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দের নেতৃত্বে আওয়ামীলীগের একাংশ অগঠনতান্ত্রিকভাবে সম্মেলন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করে।
গত রবিবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর
মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বছির উদ্দিন, এডভোকেট ইদ্রিস আলি আকন্দ এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে আটানী বাজার মোড়ে এক পথসভা করে। সভায় নেতৃবৃন্দ বলেন, টাকার বিনিময়ে ওয়ার্ড ও ইউনিয়নে নেতা বানানো হচ্ছে। স্পটে কোন ঘোষণা না করে উপজেলার চলে এসে টাকার বিনিময়ে নেতা বানানো হচ্ছে। কেন্দ্রিয় সিদ্ধান্ত উপেক্ষা করে
থানা কাউন্সিলের কোন তালিকা ছাড়াই সম্মেলন করার পায়তারা করছে যা সম্পূর্ণ অগণতান্ত্রিক।
এ সময় জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য বিল্লাল হোসেন মন্ডল, সাবেক ছাত্রলীগের সাবেক সভাপতি রুহুল আমীন, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বিটুল, সেক্রেটারী আকরাম হোসেন জনি প্রমুখ বক্তব্য রাখেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
