ষ্টাফ রিপোর্টারঃ দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র এর ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুর ০১:০০ ঘটিকার সময় মোঃ সুজন, পিতা – মৃত হামিদুল ইসলাম, সাং – ছোটরামচন্দ্রপুর এর বাজার এলাকায় কনফেকশনারি দোকানের ভিতরে দোকান এবং বাসা সংলগ্ন বাউন্ডারী প্রাচীর দিয়ে ঘেরা জায়গা থেকে ৫ টি তরতাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, গোপনে সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স সহ গ্রাম পুলিশকে সাথে নিয়ে আমরা মোঃ সুজন এর কনফেকশনারি দোকানটিতে যাই এবং দোকানে কাউকে দেখিতে পাইনি, কিন্তু দোকান খোলা থাকায় দোকানের ভিতর দিকে একটা দরজা দেখিতে পাই। দরজাটি খুলতেই ৫ টি তরতাজা গাঁজার গাছ দেখিতে পাই। পরবর্তীতে উর্ধ্বতন কতৃপক্ষের সাথে পরামর্শ করে গাঁজার গাছ ৫ টি উদ্ধার করে পার্বতীপুর মডেল থানায় পাঠানো হয়েছে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
