মুক্তাগাছায় একটি সন্ত্রাসী চক্রের কাছে কয়েকটি পরিবার জিম্মি

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা তারাটি ইউনিয়নের পূর্ব বিরাশি গ্রামের একটি সন্ত্রাসী চক্রের কাছে কয়েকটি পরিবার জিম্মি। ইতোমধ্যে সন্ত্রাসীদের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে পরিবার গুলো। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ অবহিত হয়ে সুরাহা করতে ব্যর্থ হয়েছেন। ভুক্তভোগীদের মধ্যে আমির আলী নামে একজন বাদী হয়ে ময়মনসিংহ পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন। পুলিশ সুপার বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন মুক্তাগাছা থানা পুলিশকে।

থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানাযায়, মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নের পূর্ব বিরাশি গ্রামের মৃত হাছেন আলীর পুত্র আমির আলী অভিযোগ করেন, একই গ্রামের শহীদ আলী, কালাম  ওরফে কাইল্লা, এবাদুল, জুয়েলসহ আরও অজ্ঞাত কয়েকজন মিলে অত্র এলাকায় একটি সন্ত্রাসী সিন্ডিকেট তৈরি করে চাঁদাবাজি করে আসছে। তাছাড়া এলাকায় সিদ
চুরি, ছাগল চুরি, কঙ্কাল চুরিসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে দীর্ঘদিন যাবৎ।

এলাকার নিরীহ সাধারণ মানুষদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে মামালা করায় বাদি আমির আলীর কাছে তিন লাখ টাকা  চাঁদা দাবি করে। আমির আলী চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীদের হুমকিতে নয় মাস যাবত বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। স্থানীয় মৃত বেলায়েত মাস্টারের পরিবার এই সন্ত্রাসীদের ভয়ে এলাকা ছেড়ে অন্যত্র বসবাস করছে। বেলায়েত মাস্টারের বাড়িরর আঙ্গিনার প্রায় ৫ লক্ষ টাকার গাছের বাগান ইতোমধ্যে কেটে সাবার
ফেলেছে।

বেলায়েত মাস্টারের পুত্র হাফেজ মুফতি জাহাঙ্গীর আলম মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, সন্ত্রাসীদের তারা অতিষ্ঠ। তাদের বাড়ি-ঘর, বাড়ির আঙ্গিনার বৃক্ষ, পুকুরের মাছ, ক্ষেতের ফসলসহ যাবতীয় সম্পদ সন্ত্রাসীরা লুট করে নিয়েছেন। তারা কোন প্রতিকার পাচ্ছে না। একই এলাকার ৯৫ বছর বয়সী মনসুর আলী নামে এক বৃদ্ধ সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

এলাকার সাধারণ মানুষ প্রকাশ্যে মুখ খুলে সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়না। এলাকার সাধারণ মানুষ আতঙ্কে বসবাস করছে। এব্যাপারে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন ভুক্তিভোগী পরিবার গুলো।