হারুয়াবাড়ীতে একটি রাস্তার অভাবে হাবুডুবু খাচ্ছে কয়েক গ্রামের মানুষ

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুর জেলার  দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী মৌজার হারুয়াবাড়ী রহমানিয়া মাদ্রাসা মোড়ের মেইন রাস্তা হতে পুর্বদিকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত একটি রাস্তা সংস্কারের অভাবে রাস্তা বিহীন আবদ্ধ হয়ে হাবুডুবু খাচ্ছে কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ।
জানা যায়, সানন্দবাড়ী টু রৌমারী রাস্তার হারুয়াবাড়ী রহমানিয়া মাদ্রাসা মোড় হতে পুর্বদিকে পাকিস্তান আমল হতে সরকারি রাস্তা বহাল রয়েছে। এই রাস্তা দিয়েই চলাচল করতো হারুয়াবাড়ী পশ্চিম পাড়া,মধ্যে পাড়া,পুর্বপাড়া,পান্তামারী সহ এলাকার লোকজন।
এযাবৎ নির্ভিগ্নে চলাচল করলেও কালের পরিবর্তনে আজ রাস্তা বিহীন। কালের পরিবর্তনে মানুষের স্বার্থ রক্ষার্থে রাস্তা হতে পাটি কর্তন, অবৈধ ভাবে রাস্তা বেদখল নেওয়া, দুপাশ হতে রাস্তা চাপিয়ে আসা এসব কারণে সরকারি রাস্তাটি আজ বেদখলের পায়তারা করছে। জনসাধারণের ভাষ্যমতে রাস্তার দুপাশের জমিওয়ালারা রাস্তার মাথায় ঘর তুলে জমি দখল করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছে।
এসুযোগকে কাজে লাগিয়ে ক্লাব ঘর তোলার চেষ্টা চালাচ্ছে আরও একটি পক্ষ। ফলে ত্রিমুখী সংঘর্ষ সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জনসাধারণের মঙ্গলার্থে ঘর তোলার সকল কার্যক্রম বন্ধ করে, দ্রুত রাস্তাটি সংস্কারের মাধ্যমে দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি, সেই সাথে এলাকাবাসীকে জনদুর্ভোগ হতে মুক্তি প্রত্যাশা করছি।