বোরহান উদ্দিন, দেওয়ানগঞ্জ ( জামালপুর) প্রতিনিধিঃ সকলের তরে সকলে আমরা প্রত্যকে আমরা পরের তরে ” এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে সাম্প্রতিক সময়ের ধর্মীয় সহিষ্ণুতা কে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সম্প্রীতি সমাবেশের আয়োজনের অংশ হিসেবে আজ ২৮ অক্টোবর বৃহস্পতিবার জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানা আয়োজিত বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয় ।
বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাকিরুজ্জামান (রাখালের) সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মো: মহব্বত কবির , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মো : আনছার উদ্দিন । অনুষ্ঠানটি সঞ্চালনা করে মডেল থানার এস আই সাইফুল ইসলাম ।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মহব্বত কবীর বলেন আমার থানার দরজা সবার জন্য উন্মুক্ত আপনাদের যে কোন সমস্যা নিয়ে সবাই আসবেন আমি সাধ্যমত সেবা দিতে চেষ্টা করব । ইসলামের ইতিহাস থেকে উদ্ধৃতি তুলে ধরে তিনি বলেন ইসলাম সাম্য এবং সম্প্রীতির ধর্ম ইসলাম অন্য ধর্মের মানুষদের কে ভালবাসতে শেখায় তাদের কষ্ট দিতে শেখায় না ।
আমাদের প্রিয় নবী ( সা: ) বিধর্মীদের ভালোবাসার চোখে দেখতেন । সাম্প্রতিক সময়ের ধর্মীয় সহিষ্ণুতার ঘটনায় সবাইকে সতর্ক এবং সজাগ থেকে কোন কিছু হলে থানায় অবহিত করার আহবান জানান ।
সভাপতির বক্তব্যে মোঃ সাকিরুজ্জামান রাখাল চেয়ারম্যান বলেন আমার ইউনিয়নে কোথাও কোন ধর্মীয় উগ্রবাদের স্থান নেই এখানে সব ধর্মের লোক শান্তিতে বসবাস করে , তিনি উপস্থিত সুধীজন দের আরো সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দেন ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব আনছার আলী ,সাংবাদিক তারেক মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা ,সুশিল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা ।