(জয়পুরহাট) প্রতিনিধিঃ ৬ সেপ্টেম্বর,
১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে নিজেদের জীবন বাজি রেখে দেশকে শত্রুমুক্ত করার শপথ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারি বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড ও সনদপত্র বিতরন করা হয়।
মঙ্গলবার বেলা ১১ টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জীবিত ৯৪ জন বীর মুক্তিযোদ্ধাকে স্মার্ট কার্ড ও সনদপত্র এবং মৃত ৬৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সনদপত্র দেওয়া হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বরমান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট -১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।
এছাড়াও আলোচনা সভা বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মারুফ আফজাল রাজন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির আলী প্রমূখ