নাটোর সংবাদদাতা রুপান্তর বাংলা
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কথা বলার জন্য ডেকে নিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে বড়াইগ্রাম থানার ইনচার্জ আবু সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত ব্যক্তি হলেন উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের উপলশহর গ্রামের আলহাজ সরকারের ছেলে সেন্টু সরকার (২৫)।
থানা সূত্রে জানা যায়, গত শনিবার রাতে সেন্টু সরকার পূর্বপরিচিত ভুক্তভোগী গৃহবধূকে মোবাইলে কল দিয়ে জরুরি কথা আছে জানিয়ে বাড়ির বাইরে আসতে বলেন। এ সময় ভুক্তভোগী বাড়ির বাইরে এলে ওঁৎ পেতে থাকা সেন্টু ও তার সহযোগী একই এলাকার মৃত ময়েজউদ্দিনের ছেলে মনোয়ার হোসেন তার মুখ চেপে ধরে জোরপূর্বক পাশের সুপারি বাগানের ভেতরে নিয়ে যান। পরে ভয়ভীতি দেখিয়ে সেন্টু তাকে ধর্ষণ করে। এ সময় গৃহবধূর চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ইনচার্জ আবু সিদ্দিক রুপান্তর বাংলা কে জানান, ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে রোববার ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
