রুপান্তর বাংলা এমএ রফিক –উমরকে বাচাতে বিশ লক্ষ টাকার প্রয়োজন ঃ বরিশাল সদর উপজেলার উওর পলাশপুর কাজীর গোরস্হান এলাকার বাসীন্দা মোহাম্মদ আলীর পুএ উমর (৫) জন্ম হওয়ার পর থেকেই প্রতিবন্ধী হয়ে জীবন যুদ্ধ করে আসছে। তার পিতা মোহাম্মদ আলী একজন ক্ষুদ্র কাপড় ব্যাবসায়ী সন্তানের চিকিৎসার জন্য ব্যায় করেছেন প্রায় ৫ লক্ষ টাকা কিন্তু সুস্হ হয়নি উমর। ছেলে কে বাঁচানোর আশায় প্রতি মাসে ঔষধ কিনতে হচ্ছে প্রায় ১০ হাজার টাকার। ডাক্তার জানিয়েছে দেশের বাহিরে উন্নত চিকিৎসার ব্যাবস্হা করা হলে হয়তো বেঁচে যাবে উমরের প্রান। অসহায় উমরের পরিবারের নেই সে সামথ্য প্রয়োজন প্রায় বিশ লক্ষাধীক টাকার। উমর কে বাঁচাতে তার পরিবার সরকারের ও সমাজের বিত্তবান মানুষের সহযোগীতা কামনা করেছেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
