রূপান্তর বাংলা নিজস্ব সংবাদদাতা– মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক লায়ন মোঃ নূর ইসলাম বলেছেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি পরাজয়ের গ্লানি এখনও ভুলে যায়নি। তারা এখনও সীমাহীন মিথ্যাচার ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগকে ঐক্যবদ্ধ করে তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।
বৃহষ্পতিবার (১ ডিসেম্বর) সকালে শাহবাগের মুক্তিযোদ্ধা প্রজন্ম চত্ত্বরে দেশের বিভিন্ন জেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের নেতা-কর্মীদের উপস্থিতি মুক্তিযোদ্ধা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
লায়ন মোঃ নূর ইসলাম বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
এসময় রাষ্ট্রবিরোধী অপশক্তি ষড়যন্ত্র মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করে হাতে হাত রেখে শপথ গ্রহণ করে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ।
মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়ন মোঃ নূর ইসলাম এর সঞ্চালনায় দুই পর্বের অনুষ্ঠানের ২য় পর্বে শাহবাগ থেকে থেকে র্যা লি বের করে নেতৃবৃন্দ জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে উপস্থিত হয়। দ্বিতীয় পর্বের আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ সাইফুল রহমান ছোটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মোল্যা।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন-সহ সংগঠনের নেতা-কর্মী ও সদস্যবৃন্দ।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
