রুপান্তর বাংলা ফরহাদ আলম — টিকটকে পরিচয়, এরপর প্রেম। আর প্রেমের টানে ফুটফুটে দুই শিশুসন্তান ও স্বামীর সংসার ত্যাগ করে দিনাজপুর থেকে গৃহবধূ চলে গেলেন সিলেটের বিশ্বনাথে।
তিন-চার দিন আগে প্রেমের টানে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে জসিম উদ্দিনের (১৯) কাছে চলে যান ওই গৃহবধূ।
খবর পেয়ে সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ওই গৃহবধূর স্বামী মহসিন আলী দুই শিশুসন্তান নিয়ে বিশ্বনাথ থানায় হাজির হয়ে অভিযোগ করেন। পরে প্রেমিক জসিম উদ্দিন ও মেরিনা ইয়াসমিনকে থানায় নেওয়া হয়। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে দুজনকে সিলেট কোর্টে প্রেরণ করেছে পুলিশ।
তদন্তকারী কর্মকর্তা এসআই জাকির হোসেন বলেন, মোবাইলে টিকটকের মাধ্যমে দুজনের পরিচয়ের মাধ্যমে প্রেমের সূত্রপাত হয়। আর এই প্রেমের টানে দুই সন্তান ও স্বামীর সংসার ছেড়ে চলে আসেন মেরিনা ইয়াসমিন।