রাঙ্গামাটি থেকে জাহাঙ্গীর আলম রুপান্তর বাংলা —
রাঙামাটির বাঘাইছড়ি সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে চাঁদের গাড়ী ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হৃদয়
(৩০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) পৌনে ১টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরুল
আলম দূর্গটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,
শুক্রবার পৌনে ১টার দিকে সাজেক পর্যটন কেন্দ থেকে ফেরার পথে মাচালং এলাকায় পর্যটকবাহী চাঁদের গাড়ী ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে হৃদয় (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী পর্যটক গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাৎক্ষনিক তার এলাকার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই বলেন, ইংরেজি নববর্ষকে সামনে রেখে সাজেকের সব রিসোর্ট ও কটেজ বুকিং হয়ে গেছে পর্যটকের উপচে পড়া ভিড় ও বাড়তি যানবাহনের চাপ সামলাতে আমরা হিমশীম খাচ্ছি।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
