রুপান্তর বাংলা ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় রমেশবাড়ি আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে ব্যাক্তি মালিকানাধীন জমিতে প্রবেশ করার অভিযোগ পাওয়াগেছে । জানাযায় উপজেলার খেরুয়াজানি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রমেশবাড়ি মৌজায় ২৩৮ নং দাগে আশ্রয়ন প্রকল্প তৈরির জন্য মাটিভরাটের সময় ব্যাক্তি মালিকানাধীন জনৈক তোতা মিয়াগং এর জমির দাগনং ২৩৭ তে প্রায় ৮ ফুট (৩শতাংশ) জমি ভরাট করেফেলে । এ ব্যপারে সহকারি কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ করা হয়েছে।
সূএ মতে রমেশবাড়ি মৌজায় ২৩৭,২৩৮ ও ২৩৯ নং দাগের জমি পাশাপাশি অবস্থান। ২৩৭ নং দাগের মালিক তোতা মিয়াগং, মাঝখানে অবস্থান ২৩৮ নং সরকারি খাস জমি এবং ২৩৯ নং দাগ ব্যাক্তিমালিক জনৈক দুলাল হোসেন দুদু। অভিযোগের প্রেক্ষিতে ভূমি অফিসের সার্ভেয়ার সরেজমিনে পরিমাপ করতে গিয়ে ২৩৯ নং দাগে সরকারি খাসজমি থাকলেও সেখানথেকে সরকারি জমি বুঝে না নিয়ে ২৩৭ নং দাগের জমি থেকে প্রায় ৮ ফুট (৩শতাংশ) জমি অন্যায় ভাবে নিয়ে নেয়। প্রকৃতপক্ষে ২৩৯ নং দাগের মধ্যে ১০ ফুট খাসজমি রয়েছে । ২৩৯ দাগ থেকে জমি পরিমাপ করলে বিষয়টি ধরা পরবে । এতে ব্যাক্তি মালিকানা জমি ও সরকারি জমির বিষয়টি সঠিক ভাবে সুরাহা হবে বলে এলাকাবাসি মনে করেন। এ ব্যপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জনস্বার্থে বিষয়টির দিকে নজরদেয়ার প্রয়োজন বলে অভিজ্ঞ মহল মনে করেন।##
