রুপান্তর বাংলা -নিজস্ব প্রতিনিধি
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে ইজিপিপি প্রকল্পের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি প্রকল্পের রাস্তার কাজ পরিদর্শন করেন প্রকল্প পরিচালক, অতিরিক্ত সচিব ড. মোঃ মনিরুজ্জামান। এসময় তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল, ইউপি সচিব আতাহার আলী, ইউপি সদস্য আব্দুল মোতালেব, হাশেম, বাবুল, শাহীনসহ প্রকল্পে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীগণ। এসময় কাজ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন প্রকল্প পরিচালক, অতিরিক্ত সচিব ড. মোঃ মনিরুজ্জামান। সেই সাথে আরো ভালো করে কাজ করার জন্য শ্রমিকদেরকে উৎসাহ প্রদান করেন।