কাহারোলে সার ডিলার সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি। পবিত্র মাহে রমজান উপলক্ষে কাহারোল উপজেলা রাসায়নিক সার, কীটনাশক ও বীজ ডিলার এবং খুচরা বিক্রেতা কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল ২০২৩) দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ হলরুমে কাহারোল উপজেলা রাসায়নিক সার, কীটনাশক ও বীজ ডিলার এবং খুচরা বিক্রেতা কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার মল্লিকা রাণী সেহনবীশ, কাহারোল থানার ওসি রইস উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তর, সার ডিলার সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন সরকার, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।
ইফতার পূর্বে দেশ, জাতি কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।