রুপান্তর বাংলা দিনাজপুর প্রতিনিধি– দিনাজপুরে বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
বুধবার (৭ জুন-২০২৩) সকাল ১০টায় দিনাজপুর পৌরশহরের ৩নং উপশহর ঈদগাহ মাঠে শহরের কয়েক হাজার মুসল্লি বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ আদায় করেন। এই নামাজে ইমামতি করেন মাওলানা অলি উল্লাহ অলি। নামাজ শেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মুনাজাত করেন মুসল্লিরা।
এদিকে দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের অন্তর্গত ফুলবন ফাজিল মাদরাসা মাঠে সকাল সোয়া ৯টায় ওই এলাকার কয়েকশত ধর্মপ্রাণ মুসল্লি বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ আদায় করেন। এই নামাজে ফুলবন নুরানী হেফজ মাদরাসার ছাত্র-শিক্ষকসহ ওই এলাকার শিশু, যুবক ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করেন। নামাজ শেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মুনাজাত করেন মুসল্লিরা।
এছাড়া জেলার আরো কয়েকটি স্থানে বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
এদিকে নামাজ আদায়ের পর বিকেল সাড়ে তিনটার দিকে জেলা শহরসহ আশপাশের কয়েকটি স্থানে ও জেলার অন্য কয়েকটি স্থানে হালকা বৃষ্টিপাত হয়েছে। ফলে মানুষসহ পশু-পাখিদের মধ্যে অনেক শান্তি ও স্বস্তি ফিরে এসেছে। আল্লাহর রহমতের বৃষ্টি হওয়ায় মানুষজন আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
