রুপান্তর বাংলা –এম.এ রফিক–জামালপুরে গত ২৩ জুলাই জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মোঃ ইমরান আহমেদ। গত ১১ সেপ্টেম্বর জেলার মাদারগঞ্জ উপজেলায় পৌরসভার নব নির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে বর্তমান সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে জামালপুরের ডিসির অঙ্গীকার শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর ১৪ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়, মাঠ প্রশাসন—২ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারী করা হয়। উক্ত প্রজ্ঞাপনে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপ—পরিচালক (উপসচিব) মোঃ শফিউর রহমানকে জামালপুরে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে নিয়োগ প্রদান করা হয়। উক্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব, ভাস্কর দেবনাথ বাপ্পি।
