নির্বাচনি আহবায়ক কমিটি গঠন বিপুল ভোটে এগিয়ে যাবে নৌকা –

আব্দুর রাজ্জাক- রূপান্তর বাংলা –সদ্য সমাপ্ত হলো কমিটি গঠন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গাল হালিয়া ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জরুরী প্রস্তুতি সভার আয়োজন করে। উক্ত প্রস্তুতি সভায় স্বাগত বক্তব্য রাখেন জনাব পুলক বড়ুয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, তিনি সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচনে পাহাড়ি বাঙালীর ঐক্যের প্রতীক বীর মুক্তিযোদ্ধা দীপঙ্কর তালুকদার এমপি মহোদয় কে পুনরায় বিপুল ভোটে নির্বাচিত করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা এই আসন উপহার দিব।

১২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির নামের তালিকা  ঘোষণার মধ্য দিয়ে ৩ নং বাঙ্গাল হালিয়া ইউনিয়ন পরিষদের নৌকার প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান জনাব আদোমং মারমাকে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও রাজস্থানী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব হারাধন কর্মকারকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের, উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে উক্ত আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাঙ্গাল হালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আদোমং মারমা।

আহবায়ক কমিটির নির্বাচিত সদস্য সচিব জনাব হারাধন কর্মকার বলেন আসন্ন দ্বাদশ সংসদ সদস্য নির্বাচনে আমাদের রাঙ্গামাটি জেলার প্রাণপুরুষ পাহাড়ি বাঙালির নয়ন মনি বীর মুক্তিযোদ্ধা জননেতা দীপঙ্কর তালুকদার এমপি মহোদয় ইতিপূর্বে মানুষকে যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসা ভুলার নয় আমরা পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের লোক এক হয়ে এক কাতারে দাঁড়িয়ে ৭ তারিখে নৌকায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করব। অত্র রাঙ্গামাটি জেলায় বিপুল ভোটে এগিয়ে থাকবেন নৌকার প্রতীক নিয়ে মনোনীত আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব দীপঙ্কর তালুকদার এমপি মহোদয়।