নিজস্ব সংবাদদাতা — মঙ্গলবার ২৬ শে মার্চ ২০২৪ খ্রি. নরসিংদীর মনোহরদীতে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের স্মরণে উপজেলা বিএনপি ও অঙ্গ- সংগঠনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে অবস্থিত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।মঙ্গলবার সকাল ৮ ঘটিকায় নরসিংদী জেলা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক,সাবেক সংসদ সদস্য,আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেবের পক্ষে,মনোহরদী উপজেলা বিএনপি,র সংগ্রামী সদস্য সচিব,জনাব আমিনুর রহমান সরকার দোলন এর নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অবস্থিত স্মৃতিসৌধে পূষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।এ সময় মনোহরদী উপজেলা শ্রমিক দলের সভাপতি ও পৌরসভার কাউন্সিলর বাবুল আকন্দ, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, মনোহরদী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম,উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ,উপজেলা বিএনপির সন্মানিত সদস্য ও পৌরসভার কাউন্সিলর জনাবা শামসুন্নাহার,মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সিমন আহমেদ রিপন, ছাত্রনেতা ইমরান,রাকিব, স্বপন,রুবেল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
