শান্তি ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনীর বিকল্প নাই–ইএলইএফপিএস চেয়ারম্যান

রুপান্তর বাংলা আব্দুর রাজ্জাক –এডুকেশন লেবার এনভারমেন্ট ফরেস্ট প্রিভেনশন সোসাইটির চেয়ারম্যান বলেন
বাংলাদেশ অনেক কষ্টে রক্তের বিনিময়ে অর্জন করা দেশ এদেশকে ভাগ করতে চায় সন্ত্রাসীরা?
কুকিচীনের পেছনে মদদদাতা কারা, কি উদ্দেশ্য? পার্বত্য সন্ত্রাসীদের কাছে অস্ত্র এসেছে পাশের দেশ থেকে কিন্তু কি করে একটা স্বাধীন দেশের ভিতরে অস্ত্র নিয়ে ঢুকে?? কথাগুলো বলেছেন শিক্ষা শ্রম বন ও পরিবেশ রক্ষা সোসাইটির চেয়ারম্যান জনাব মোঃ রিয়াজ উদ্দিন রানা।

তিনি আরো বলেন অশান্ত এলাকায় শান্তি ফিরিয়ে আনতে হলে বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার ভিডিপিকে পূর্ণাঙ্গ ক্ষমতা প্রদান করা হোক। এবং বাংলাদেশ সেনাবাহিনীর পরিত্যক্ত প্রত্যেকটা ক্যাম্পে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব এমারজেন্সি মোতায়ন করা হোক।

আজ ব্যাংক ডাকাতি ব্যাংক ম্যানেজার অপহরণ সহ ইতিপূর্ব অনেক বাঙালিকে অপহরণ করা হয়েছে, যেসব সন্ত্রাসীরা এহনো কার্যক্রম পরিচালনা করেছে তাদের প্রত্যেককেই অচিরেই আইনের আওতায় আনা হোক।