মুক্তাগাছায় জমি নিয়ে বিরোধের জেরে সুড়ঙ্গ করে দেয়াল ক্ষতি করার চেষ্টার অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ঘর সংলগ্ন মাটি কেটে সুড়ঙ্গ তৈরি করে ঘরের দেয়াল ধ্বসিয়ে দেওয়ার পায়তারার অভিযোগ পাওয়া গেছে।

বিবরণে জানা যায়, উপজেলার বড় গ্রাম ইউনিয়নের সৈয়দপাড়া গ্রামের মৃত সাহেদ আলীর পুত্র সোহরাব আলীর সাথে পরশী আব্দুল গনি গংদের বাড়িভিটার জমি নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন যাবত। সোহরাব আলী মধ্যবৃত্ত পরিবারের লোক। পরিবার পরিজন নিয়ে কোনভাবে শান্তিতে বসবাস করে আসছিল। কিন্তু প্রতিবেশী আব্দুল গনি ফকির তাদেরকে তাদের প্রতিবেশী সোহরাব আলীর ভালোভাবে চলা কোন ভাবেই সহ্য করতে পারছিল না। তাকে নানা ভাবে হয়রানী করে আসছে। কোন ভাবেই না পেরে উঠতে পেরে অবশেষে তার পাকা ঘরের দেয়াল ঘেষে সোহরাব আলীরই জমি কেটেই তার পাকা দেয়াল ধ্বসিয়ে দেওয়ার পায়তার করে। গত ৩১/০৫/২০২৪ তারিখ দুপুরে বিষয়টি দেখে সোহরাব আলী বাঁধা দেয় ও প্রতিবাদ করলে তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে হত্যার হুমকি দেয়। শুধু তাই নয় সোহরাব আলী যেন তার বাড়ি থেকে বের হতে না পারে সেজন্য তার জমিতেই অবৈধভাবে ঘর উঠিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এ ব্যাপারে সোহরাব আলী গত ০৩/০৬/২০২৪ তারিখে মুক্তাগাছা থানায় একটি অভিযোগ দায়ের করে।

সোহরাব আলী জানান, প্রতিপক্ষ আব্দুল গনি ফকির গংরা আমার জমিতেই আমার ঘরের পাশেই সুড়ঙ্গ কেটে ঘরের দেয়াল ধ্বসিয়ে দেওয়ার চেষ্টায় লিপ্ত রয়েছে। এছাড়াও আমার বাড়ির ভিতরে ঢুকে আমার ক্ষতি করার অভিপ্রায় থাকতে পারে বলে আমি মনে করি। গত তিন দিন যাবত বাড়ি থেকে বের হতে পারছে না বলে সোহরাব আলী জানান। তাকে প্রকাশ্যে হুমকি দিয়ে বেড়াচ্ছে। প্রতিপক্ষরা যে কোন সময় তার বড় ধরনের ক্ষতি করতে পারে। এ ব্যাপারে তিনি থানা পুলিশ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*