সংবাদ শিরোনাম

মুক্তাগাছায় সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা অতিষ্ঠ অফিসিয়ালরা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় বিভিন্ন সরকারি অফিসে নাম সর্বস্ব ও নামধারী সাংবাদিকদের অপতৎপরতা অতিষ্ঠ হয়ে উঠেছে অফিসিয়ালরা। প্রায় দিনই সরকারি বিভিন্ন দপ্তরে এসব সাংবাদিক গিয়ে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সুবিধা আদায়ের অপচেষ্টায় লিপ্ত থাকে। কিছু অখ্যাত পত্রিকার কপি হাতে নিয়ে এসব অফিসে এসে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে ফাঁক ফোঁকড় খোজে অফিসের কর্মকর্তা কর্মচারীদের বেকায়দায় ফেলার অপচেষ্টায় লিপ্ত থাকে। এমনও দেখা যায়, কোন ফাঁক ফোঁকড় বা অনিয়মের তথ্য না পেয়ে মোটর বাইকের তেল খরচ বা নাস্তা খাবার টাকা দাবী করে। অফিসিয়ালরা বাধ্য হয়েই চক্ষু লজ্জায় তাদেরকে আপ্যায়ন করিয়ে বিদায় করেন। এসব চিত্র উপজেলার বিভিন্ন দপ্তর যেমন- উপজেলা ইঞ্জিনিয়ার অফিস, প্রকল্প বাস্তবায়ন কমকর্তার কার্যালয় (পিআইও অফিস), সাব রেজিষ্ট্রারের অফিস, উপজেলা ভূমি অফিস, হাসপাতাল, খাদ্য গুদাম ও বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস তাদের টার্গেট। প্রতিদিনই কোন না কোন অফিসে এদের হানা। কিছুদিন পূর্বে গাজীপুর থেকে সিএনজি যোগে তিন মহিলা সাংবাদিক মুক্তাগাছায় বিভিন্ন ইট ভাটায় গিয়ে ক্যামেরা নিয়ে ছবি তোলে ইট ভাটার ম্যানেজারের কাছে টাকা দাবী করে। পরবর্তীতে ম্যানেজার তাদের সিএনজির ভাড়া দিয়ে তাদেরকে বিদায় করেন। এসব নামধারী সাংবাদিকরা ফেসবুক ও অখ্যাত নিউজ পোর্টালে সংবাদ প্রচার করে অথবা অখ্যাত পত্রিকায় সংবাদ প্রকাশ করে সংবাদটুকু কাটিং করে ফেসবুকে ছেড়ে দিয়ে অপপ্রচার চালায় পত্রিকার নাম প্রকাশ না করে। পরবর্তীতে সংবাদটি দেখিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। এসব সাংবাদিদের অপতৎপরতা এবং সাংবাদিক নীতিমালার পরিপন্থী কাজ করায় প্রকৃত ও পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তী ক্ষুন্ন করছে। সম্প্রতি মুক্তাগাছা উপজেলার একটি ইউনিয়ন ভূমি অফিসে এক সাংবাদিক একাধিকবার গিয়ে উপসহকারী ভূমি কর্মকর্তার কাছে বিভিন্ন অযুহাতে টাকা দাবী করে। সেই সাংবাদিক এমনও বলেছে যে, তিনি নির্বাচন করে ক্ষতিগ্রস্থ হয়েছেন তাকে ৪০ হাজার টাকা দিতে হবে। কিন্তু উপসহকারী ভূমি কর্মকর্তা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার বিরুদ্ধে একটি পত্রিকায় তার ছবিসহ সংবাদ প্রকাশ করে। কোন সরকারি কর্মকর্তা-কর্মচারী বা যে কোন ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ না পেয়ে সংবাদ পরিবেশন করা সমুচিন নয়। তাছাড়া কোন সরকারি কর্মকর্তার ছবি তার অনুমতি ছাড়া পত্রিকায় প্রকাশ করা আইনের পরিপন্থী। উক্ত ভূমি কর্মকর্তা তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অবহিত করেছেন বলে তিনি জানিয়েছেন।

এ ব্যাপারে ভূমি কর্মকর্তা মুক্তাগাছা প্রেসক্লাবে এসে সংবাদিকদের সাথে বিষয়টি খুলে বলেন এবং তিনি এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*