রুপান্তর বাংলা ডেক্স —জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ রিয়াজ উদ্দিন রানা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের ভুল ব্যাখ্যা করে কোটা আন্দোলনকারীরা নিজেদেরকে ‘রাজাকার ঘোষণা’ করে স্লোগান দেওয়াকে ‘ দুঃখজনক বেদনাদায়ক ও একাত্তরের শহীদের আত্মদানের প্রতি অবমাননাকর’ তিরস্কার বলে অভিহিত করে জেএসকেপি বাংলাদেশ।
রুপান্তর বাংলা”য় পাঠানো এক বিবৃতিতে নিজেদের এই উদ্বেগের কথা জানিয়েছে দেশের সব ধরনের সংবাদমাধ্যমে কর্মরত সফল সাংবাদিক সংগঠন জেএসকেপির সর্বোচ্চ নিতি নির্ধারকগণ।
বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, চলমান কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে একটি মহল দেশে একটি অস্থিরতার পরিবেশ সৃষ্টি করতে তৎপর হয়েছে।
‘গত রোববার গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের ভুল ব্যাখ্যা করে আন্দোলনকারীদের ভিতর থেকে নিজেদের রাজাকার ঘোষণা দিয়ে স্লোগান দেওয়া হয়, যা অত্যন্ত বেদনাদায়ক ও একাত্তরের শহীদদের আত্মদানের প্রতি অবমাননাকর, মুক্তিযোদ্ধাদের প্রতি তিরস্কার করা।
জেএসকেপি মনে করে, সরকারি চাকরিতে কোটা প্রথার যৌক্তিক সংস্কার সবাই চায়। কিন্তু আমরা দেখছি একটি মহল কোটা সংস্কারের আন্দোলনকে মহান মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে। তাই এ ধরনের বিভাজন থেকে বিরত থাকতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদ।
প্রধানমন্ত্রী বক্তব্যে আন্দোলনকারীদেরকে রাজাকার তো বলেনি, তাহলে তারা নিজেরাই রাজাকার রাজাকার বলে চিল্লাচিল্লি করা মহান মুক্তিযুদ্ধে ঘটে যাওয়া অতীতকে তিরস্কার করা নয় কি। তাদের মেধা বলে কিছু আছে কি??