এম এ রফিক- জামালপুর পৌরশহরের বিসিক শিল্প নগরী বাইপাস মোড়ে এলাকার নির্মানাধীন ভবনের একটি পানির ট্যাংক থেকে চান মিয়া (৬৫)নামে এক নৈশ্য প্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে ।
শুক্রবার দুপুরে জামালপুর শহরের বিসিক বাইপাস মোড়ে নির্মানাধীন এক ভবনের পানির ট্যাংক থেকে লাশটি উদ্ধার করেছে জামালপুর থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়,নিহত চাঁন মিয়া (৬৫) জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারকেলী গহেরপাড়া এলাকার মৃত জাবেদ আলী মুন্সীর ছেলে। তিনি বিসিক শিল্প নগরী এলাকায় নৈশ্য প্রহরীর কাজ করতো৷শুক্রবার দুপুরে এলাকাবাসির খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাঁন মিয়া (৬৫) এর লাশ উদ্ধার করা হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো.আতিক বলেন, নৈশ্য প্রহরী নিহত চাঁন মিয়ার মরদেহ শুক্রবার দুপুরে উদ্ধার করে ময়ণা তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।তদন্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত এ ব্যাপের কিছু বলা যাচ্ছে না।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
