রাঙ্গামাটি জেলা প্রতিনিধি—রাঙ্গামাটির জেলার অবসরে যাওয়া বিভিন্ন ইউনিয়ন পরিষদ সচিবদের অবসকালীন ভাতা
পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের একটি রেস্তোরায় এই সংবাদ সম্মেলন করেন অবসর প্রাপ্ত সচিবরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নানিয়ারচর উপজেলার,৩,নং বুড়িরঘাট ইউনিয়ন পরিষদের
৩ নং পরীক্ষা পরিষদের অবসরপ্রাপ্ত সচিব মনিন্দ্রল চাকমা কাউখালীর বেতবুনিয়া সচিব অবসর প্রাপ্ত সচিব মনিন্দ্র লাল চাকমা, কাউখালীর বেতবুনিয়া ইউপি সচিব
(অবসর প্রাপ্ত) কবির আহমেদ, বাঘাইছড়ির রুপকারী ইউপি সচিব ( অবসর প্রাপ্ত)
গুলোমনি চাকমা।
এসময় বক্তারা বলেন, ২০২০ সালে অবসর গ্রহণের পর সরকার কর্তৃক প্রদত্ত ৫০
শতাশং ভাতা পেলেও ইউনিয়ন কর্তৃক পরিশোধ যোগ্য ৫০ শতাশং ভাতা সম্পূর্ণ
বকেয়া রয়ে গেছে । ৪ বছর ধরে ইউনিয়ন পরিষদে গিয়েও কোন সুফল পাননি। উল্টো
ইউপি চেয়ারম্যানগণ অবসরে যাওয়া সচিবদের অবসর কালীন ভাতা পরিশোধ করতে
পারবেন না বলে জানিয়ে দেয়।
বক্তারা আরও অভিযোগ করে বলেন ভূমি হস্তন্তরের সময় স্ব স্ব ইউনিয়ন পরিষদকে
১শতাশং কর প্রদানের সরকারি নির্দেশনা থাকার পারও জেলা প্রশাসন তা পরিশোধ
করছে না। ১ শতাংশ কর ইউনিয়ন পরিষদগুলোকে পরিশোধ করা হলে অবসর যাওয়া সচিবগণ তাদের বকেয়া ভাতা নিতে পারবেন। সংবাদ সম্মেলন থেকে কর পরিশোধের
জন্য প্রয়োজনীয় পদক্ষেক গ্রহণেরও দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিভিন্ন ইউনিয়নের ১৬ অবসর প্রাপ্ত সচিব উপস্থিত ছিলেন।
