চট্টগ্রামে চুরি ছিনতাই বেড়েই চলছে চোরকে ধরিয়ে দিন-আনছারী

রুপান্তর বাংলা রাশেদ চৌধুরী চট্টগ্রাম থেকে–
জুলাই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ জুড়ে চুরি ডাকাতি, চিন্তায় রাজাহানি জুলুম অত্যাচার দিন দিন বেড়েই চলেছে, শুরুতেই পুলিশ প্রশাসন নিরব ভূমিকায় থাকলেও বর্তমান শক্ত হাতে দমন করার জন্য উঠে পড়ে লেগেছে, সাধারণ জনগণ মনে করেন পুলিশ প্রকৃত দেশপ্রেমিক অসহায় মানুষের বন্ধু তা প্রমাণ করার উপযুক্ত সময় এখন এসেছে। দেশের বর্তমান পরিস্থিতি একমাত্র পুলিশ শক্ত হাতে দমন করতে পারে, বাংলাদেশ পুলিশকে অতীতের সমস্ত ভেদাভেদ ভুলে অন্যায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর থেকে কঠোর হওয়ার অনুরোধ জানিয়েছেন নাগরিক সমাজ। দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন চুরি ডাকাতি ছিনতাই হলেও তা অনেক ক্ষেত্রে প্রকাশ্য আসছে না, অনেক নিরীহ অসহায় মানুষ আইনের বেড়াজালে পড়তেও চায় না। দেশের বিভিন্ন স্থানের বিভিন্ন সংবাদ জনগণের সামনে তুলে ধরাই একজন গণমাধ্যম কর্মীর কাজ, আর সেই গণমাধ্যম কর্মী যদি আইনের সহযোগিতা পাওয়ার লক্ষ্যে ঘুরে বেড়ায় প্রশাসনের দ্বারে দ্বার বিষয়টি কেমন বলছি গণমাধ্যম কর্মী আনছরীর কথা
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড়ে অবস্থিত গাওছিয়া বাড়ী/ কাওয়ার বাড়ীর বাসিন্দা ঝিনুকের গ্যারেজ হইতে মোঃ রুবেল প্রঃ রুবেল ড্রাইভার কক্সবাজার থ ১১- ২২৮৫ নম্বরের গাড়ী ছিনতাই করে গত ২৯।১।২৫ ইং তারিখ আনুমানিক দুপুর ২ঃ০৫ ঘটিকার সময় গ্যারজের মালিকসহ কয়েকজন লোকের উপস্থিতিতে (কোন ড্রাইভার না থাকায়) পার্শ্বের গ্যারেজে গাড়ী রাখার কথা বলে নুরুল আবছার আনছারীর গাড়ীটি, দ্রুত স্টার্ট দিয়ে জোরে চালিয়ে বহদ্দারহাটের দিকে রওয়ানা দিয়ে, অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অনেক খোঁজাখুজির পরেও না পাইয়া গাড়ির মালিক হতাশ।
গাড়ির মালিক সাংবাদিক আনছারী বলেন, আমি একজন সহজ সরল মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আইনের আশ্রয় নিয়েছি অবশ্যই আইনের সহযোগিতা আমি পাবো। আনছারী আরো বলেন সাংবাদিক সমাজ ও দেশের নাগরিকের প্রতি আমার বিনীত অনুরোধ এই চোরকে দেখার সাথে সাথেই স্থানীয় থানা পুলিশকে জানাবেন, নতুবা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
— সন্ধান প্রার্থী আনছারী—