সিএমপির চান্দগাঁও থানার অভিযানে ছিনতাইকারী গ্যাং সদস্য আটক-১০

এম এ রাশেদ চৌধুরীঃ–অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আবু মুছা, এএসআই (নিঃ) জাকির হোসেন, এএসআই (নিঃ) সুজন কুমার দাস, এএসআই (নিঃ) মোঃ ফারুক মিয়া সঙ্গীয় ফোর্স সহ ইং ২০/০২/২০২৫ তারিখ সকাল ০৮:৩০ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এককিলোমিটার, রাহাত্তারপুল এলাকায় অভিযান পরিচালনা করিয়া চান্দগাঁও থানার মামলা নং-১৭, তারিখ-১৮/০২/২০২৫ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড মামলা আসামী ছিতনাইকারী গ্যাং এর সক্রিয় সদস্য ১। মোঃ ওসমান গনি (২৫), পিতা-মোঃ হেলাল, মাতা-নুরুন্নাহার বেগম, সাং-আজিজনগর, মাহাতাব পাড়া, হেলাল এর বাড়ী, থানা-লামা, জেলা-বান্দরবান, বর্তমানে-চট্টগ্রাম কক্সবাজার যাত্রীবাহি হানিফ পরিবহন গাড়ীর সুপারভাইজার, ২। মোঃ দেলোয়ার হোসেন (২৫), পিতা-মোঃ হোসেন, মাতা-ছেনোয়ারা বেগম, সাং-শান্তির হাট, কুসুমপুরা, চৌধুরী বাড়ী, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ আরমান (৩১), পিতা-মৃত মাওলানা মনির আহম্মদ চৌধুরী, মাতা-রোকেয়া বেগম, সাং-পশ্চিম মোহরা, সরাইল ডাক্তারের বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৪। মোঃ ইব্রাহিম (২৯), পিতা-মোঃ ফজল হক, মাতা-সাজেদা বেগম, সাং-দক্ষিণ চাচরা, শামশুল হকের বাড়ী, ০৫নং ওয়ার্ড, থানা-তজুমুদ্দিন, জেলা-ভোলা, বর্তমানে-কুয়াইশ, আজিজিয়া মাজার সংলগ্ন নয়াপাড়া কলোনী, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, ৫। মোঃ রাজু (২৯), পিতা-মোঃ কামাল হাওলাদার, মাতা-পাখি বেগম, সাং-পূর্ব কালমেঘা, হাওলাদার বাড়ী, ০৫নং ওয়ার্ড, থানা-পাথরঘাটা, জেলা-বরগুনা, বর্তমানে-পশ্চিম মোহরা, গোলাপের দোকান, ইব্রাহিম কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৬। বিজয় বড়–য়া (২৩), পিতা-দুলাল বড়–য়া, মাতা-মৃত আখিঁ বড়–য়া, সাং-কেরাণীরহাট বাজালিয়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-সিএন্ডবি, রাস্তার মাথা, বালুরটাল, অভির বাড়ীর ভাড়াটিয়া, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৭। মোঃ আজগর আলী (২১), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, মাতা-সেতারা বেগম, সাং-বৈরাগ, ওসিউদ্দিন চৌধুরী বাড়ী, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-সিএন্ডবি, বালুরটাল, কাদের কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৮। মোঃ ইমরান হোসেন বাপ্পী (২১), পিতা-মোঃ বাদশা, মাতা-মোছাঃ রোজিনা বেগম, সাং-চিনিপাড়া, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার, বর্তমানে-কাপ্তাই রাস্তার মাথা, কাজীর কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৯। মোঃ সুমন (২৮), পিতা-মোঃ বাবুল, মাতা-মোছাঃ মাহিনুর বেগম, সাং-বসুরহাট, ০৭নং ওয়ার্ড, হাজী সাহেবের বাড়ী, থানা-বসুরহাট, জেলা-নোয়াখালী, বর্তমানে- কাপ্তাই রাস্তার মাথা, কাজীর কলোনী বশির মাঝির ভাড়াটিয়া, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ১০। মোঃ কবির (৪২), পিতা-মৃত নুরুল ইসলাম, মাতা-মৃত হাজেরা বেগম, সাং-উত্তর মোহরা, হায়দার আলীর বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করা হয়।