তারাকান্দা (ময়মনসিংহ) সংবাদদাতা–
ময়মনসিংহের তারাকান্দায় হাত, পা ও মুখ বাধা অবস্থায় আবেদ আলী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮ দিকে পুলিশ উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম পাগুলি গ্রাম একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার কর হয়েছে।
নিহত আবেদ আলী তারাকান্দা উপজেলার পশ্চিম পাগুলি গ্রামের মৃত-আবুল হোসেনের ছেলে।
এলকাবাসি ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রবিবার সন্ধ্যায় আবেদ আলী বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া শুরু করেন। আজ সোমবার সকালে এলাকাবাসি মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান
বলেন, ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
