সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে ধর্ষণ মামলার ০১ জন আসামী গ্রেফতার

এম এ রাশেদ চৌধুরীঃ—অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই/মোহাম্মদ নুরুল আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং ২৮/০২/২০২৫ তারিখ সকাল ০৮:৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করিয়া চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা হইতে চান্দগাঁও থানার মামলা নং-২২, তাং-২৭/০২/২০২৫খ্রি. ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(১) মূলে আসামী সুলতান মাহমুদ রিয়াদ @ রিসাদ (২৭), পিতা-মোহাম্মদ আলম, মাতা-শামীমা আক্তার, সাং-মুরালিয়া, বরখোপ, আলমের বাড়ী, থানা-কুতুবদিয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে-বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের পাশে লিংক রোড, সাহাব উদ্দি-। এর বাড়ী, থানা-সদর, জেলা-কক্সবাজারদেরকে গ্রেফতার করা হয়।