তারাকান্দা (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নবাগত ইউএনও জাকির হোসাইন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সোমবার (২৪ মার্চ) দুপুরে ইউএনওর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও বলেন, আমার প্রথম মেসেজ হচ্ছে, আমি এখানে রাজনীতি করতে আসি নাই। আমার কোন দল নাই। আমার কাছে সবাই সমান। কোন রাজনৈতিক ব্যাক্তির আঙ্গাবহ হিসেবে থাকতে চাই না।
তিনি আরও বলেন, আমি এখানে এসেছি তারাকান্দার মানুষ কে সেবা দিতে। কি ভাবে নির্বিঘ্নে সেবা পাবে সেই চেষ্টা সবসময় থাকবে। যে সেবা আমার হাত দিয়ে দেওয়ার সুযোগ আছে। সেই সেবাগুলো আমি সুন্দর ভবে দেওয়ার চেষ্টা করবো। মানুষ যেন হয়রানি মুক্তভাবে আমার রিল্যাটেড সেবাগুলো পায়। এছাড়া অন্য ডিপার্টমেন্টে কোন অনিয়ম হলে আমাকে জানাবেন। আমি নিরপেক্ষভাবে কাজ করতে চাই। কাজ করতে গিয়ে আমার ভুল হতে পারে। আপনাদের চোখে আমার কোন ভুল ধরা পড়লে আমাকে পরামর্শ দিতে পারেন। আমি শিখতে পছন্দ করি। এছাড়াও তিনি তারাকান্দা উপজেলা সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন।
ইউএনও জাকির হোসাইন পরিচয় দিতে গিয়ে বলেন, আমি গত ২০ মার্চ তারাকান্দা উপজেলায় যোগদান করেছি। এর আগে সিরাজগঞ্জ ডিসি অফিসের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলাম। আমি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা। ৩৬তম বিসিএস ক্যাডার। এর আগে তথ্য ক্যাডারেও চাকুরী করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ের শিক্ষার্থী ছিলাম।
এসময় তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রাসহ উপজেলায় কর্মরত সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
