ময়মনসিংহের গফরগাঁওয়ে পাকবাহিনীর প্রথম বিমান হামলায় নিহত ১৯ শহীদের স্মরণসভা অনুষ্ঠিত

ময়মনসিংহ থেকে সিরাজুল হক সরকার
ময়মনসিংহের গফরগাঁও বাজারে ১৯৭১ সালের ১৭ এপ্রিল পাকবাহিনীর প্রথম বিমান হামলায় নিহত ১৯ শহীদের ৫৪তম স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গফরগাঁওয়ের প্রথম শহীদ আব্দুল বেপারির বাড়িতে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবরুল ইসলাম ও সনাকের উপজেলা সভাপতি ডা. এহসান। সভায় বক্তারা ওই দিন গফরগাঁও বাজারে পাকবাহিনীর বিমান হামলায় ১৯ জন শহীদ ও দেড়শতাধিক মানুষ আহত হন। সেদিনের বিমান হামলা নিহতরা হলেন, বোমা হামলায় শহীদরা হলেন, শহীদ আব্দুল বেপারী (রাঘাইচটি), আব্দুল মজিদ (শিলাসী), মো. ছোবেদ আলী (শিলাসী), মীর শাসছুদ্দিন (পুখুরিয়া), মীর জিয়াউল হক (ঘাগড়া), যমুনার মা (ষোলহাসিয়া), আব্দুল হাই (শিলাসী), আব্দুল মতিন (রাঘাইচটি), আব্দুল জলিল-কুলি (তেতুলিয়া), ইছর আলী (শিলাসী), ভুলু (তেতুলিয়া), গোপেন চন্দ্র দেবনাথ (ঠাকা), আব্দুল গফুর (শিলাসী), আব্দুল হেলিম (চঙবিরই), মংলার বাপ (আঠারবাড়ি), হাই মিয়া (খারুয়া), কাইল্যা (খারুয়া মুকন্দ), গফুর আলি (জন্মেজয়) ও জয়নাল (শ্রীপুর)। বক্তারা আরো বলেন, সেদিন ১৯ জন শহীদকে শনাক্ত করা সম্ভব হয়েছিল। কিন্ত তাঁদেরকে শহীদদের মর্যাদা দেয়া হয়নি।  দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে গফরগাঁও বাজারের প্রবেশ মুখে শহীদ আব্দুল বেপারীর নামে একটি তোরণ নির্মাণ করা হয়েছিল। ২০২২ সালে রাস্তা প্রশস্তকরণের সময় তোরণটি ভেঙে ফেলা হয়। এরপর থেকে শহীদ আবদুল বেপারী ছেলে আমিনুল হক কামাল তোরণটি পুন:নির্মাণের দাবি জানিয়ে আসছেন। বক্তারা গফরগাঁও বাজারের প্রবেশ মুখে শহীদ আব্দুল বেপারীর নামে ১৯৭৩ সালে নির্মিত তোরণটি ভেঙে পড়ায় পুণঃনির্মাণের জোর দাবি জানান। সভায় গফরগাঁও উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##