চট্টগ্রামের হাটহাজারীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল চিকিৎসা।

জাহাঙ্গীর হোসাইন (বিশেষ প্রতিনিধি)

চট্টগ্রামের হাটহাজারীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল চিকিৎসা।

হাটহাজারী উপজেলার নজুমিয়াহাটের বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা হয়।

শনিবার ২৬ এপ্রিল সকাল দশটা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্রামীণ কল্যাণ জোবরা অঞ্চলের উদ্যোগে ফ্রী চিকিৎসা সেবার আওতায় ছিল “প্রেগন্যান্সির আল্টাস্নোগ্রাফী” গাইনি, ডায়বেটিস, ব্লাডপ্রেশার মাপা,, চক্ষু চিকিৎসা এবং যৌন ও চর্মরোগের চিকিৎসা সেবা।

এসময় স্থানীয় আশপাশ এলাকার সহস্রাধিক গরীব অসহায় এবং সমাজের নিন্ম আয়ের বিভিন্ন শ্রেণী পেশার নর-নারীদের সমাগম হতে দেখা যায়।

এসময় চিকিৎসা নিতে আসা বয়োবৃদ্ধ ৮০% নরনারী দাবি তুলেন যে, বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা নূর জাহান বেগম হলেন আমাদের এলাকার “মেয়ে”। আমরা তাঁর কাছে দাবি নিয়ে উপস্থিত হয়েছি যেন এই নজুমিয়া হাট এলাকায় একটা গণস্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতাল নির্মাণ করে দেন।

এসময় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব দুলামিঞা সওদাগরের কনিষ্ঠ পুত্র আ,ন,ম মঈনুদ্দিন। গ্রামীণ কল্যাণ সংস্থার কর্মকর্তা মোহাম্মদ ফারুক, সার্বিক তত্ববধানে সোশাল ইসলামি ব্যাংক নজুমিয়াহাট শাখার ব্যাস্থাপক মো. সালাউদ্দিন, হাটহাজারী উপজেলার বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক, এম,আর, সেলিম পারভেজ, মো আলমগীর, মানবাধিকার নেতা আব্দুর রহিম, মোঃ জসিমউদদীন।

চিকিৎসাদের মধ্যে চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ ইশরাত জাহান, এমবিবিএস পিজিটি (Dermatology), এফসিপিএস
ডাঃ তাসফিয়া ফাইরোজ, এমবিবিএস, সিএমইউ, পিজিটি, (Medicine)
ডাঃ নিশরাত খানম, এমবিবিএস, ডিএমইউ,পিজিটি, (Gynee & Obs)
ডাঃ প্রমুগ্দা হাফিজ, এমবিবিএস, পিজিটি (Child)
ডাঃ মনিরুল ইসলাম, এমবিবিএস, ডিসিও (Ophthalmology)

সব মিলিয়ে এলাকার প্রায় সহস্রাধিক গরীব রোগীকে বিনামূল্যে ঔষধ সহ চিকিৎসা সেবা প্রদান করা হয়।