ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছার দুল্লা ইউনিয়নের ছালড়া গ্রামে পূর্ব শত্রæতার জের ধরে আপন ভাইয়ের ক্রয়কৃত সম্পত্তি জবর দখল করে রেখেছে অন্য ভাই ভাতিজারা। প্রতিবাদ করায় ভাই ভাতিজা, ভাতিজা বউ মিলে প্রতিপক্ষ আব্দুল বারেক কে হত্যার হুমকি প্রদান করে। এ ব্যাপারে আব্দুল বারেক ময়মনসিংহ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুক্তাগাছা অঞ্চল আদালত, ময়মনসিংহে মামলা করে। মামলা নং-৫৯৮/২০২৪।
বিবরণে জানা যায়, ছালড়া গ্রামের আবুল কালাম আজাদ তার আপন ভাই আব্দুল বারেকের ক্রয়কৃত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আব্দুল বারেক ১৯৯৫ সালে দুইটি দলিলের মাধ্যমে ২২ শতাংশ জমি ক্রয় করে। জমির দাগ নং-আরওআর ২৫১, বিআরএস ৪৬৬, জমির পরিমাণ ২২ শতাংশ। আবুল কালাম আজাদ বিরোধের জের ধরে আব্দুল বারেকের ক্রয়কৃত সম্পত্তি জবর দখল করার পায়তারা করে তাকে ১২/০৭/২০২৪ ইং তারিখ হত্যা সহ বিভিন্নভাবে হয়রানির হুমকি দেয়। এ ব্যাপারে আব্দুল বারেক গত ১৪/০৭/২০২৪ ইং তারিখ ময়মনসিংহ আদালতে তাকে হত্যার হুমকি সহ তার জমি জবর দখলের পায়তারা করে এ সংক্রান্ত ১০৭, ১১৭ ধারায় মামলা করে। মামলায় আসামী করা হয় আবুল কালাম আজাদ, ফারজানা আক্তার, সাবিনা, হুমায়ুন কবির ছানি, জাকির হোসেন ও মমতাজ বেগম কে। আসামীদের মধ্যে প্রধান আসামী আব্দুল কালাম আজাদ বাদে বাকি পাঁচ জন বিজ্ঞ আদালতে গত ২২/০৯/২০২৪ ইং তারিখ ভবিষ্যতে শান্তি ভঙ্গের কাজ করিবেনা বলে মুসলেকা দিয়ে আসে। কিন্তু আদালত থেকে আসার উক্ত আসামীরা ১৪/০২/২০২৫ ইং তারিখ উক্ত জমি জবর দখল করে ধান রুপন করে। এ বিষয়ে আব্দুল বারেক বিজ্ঞ আদালতে বিষয়টি অবগত করলে আদালত আসামীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। এদিকে আদালতে অবগতি করার খবর পেয়ে প্রতিপক্ষ আবুল কালাম আজাদ ও সাবিনা গংরা বারেক কে অকথ্য ভাষায় গালাগাল সহ বিভিন্নভাবে হুমকি অব্যহত রেখেছে। এমনকি তাকে ভাড়াটিয়া গুন্ডা দিয়ে হত্যার হুমকি দিচ্ছে। এ ব্যাপারে আব্দুল বারেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।