রাঙ্গামাটির বড়ইছড়ি রাস্তায় সিএনজি ও বিজিবির গাড়ীর মুখুমখি সংঘর্র্ষ গুরুতর আহত-১

জাহাঙ্গীর, জেলা প্রতিনিধি—-রাঙ্গামাটির বড়ইছড়ি রাস্তায় সিএনজি রাঙ্গামাটির উদ্দ্যেশে যাত্রী নিয়ে রওয়ানা হলে বিপরীত দিক থেকে আসা বিজিবির গাড়ী সিএনজির পাশে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় ১জন নারী।
বিজিবির গাড়ীটি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে সিএনজির ড্রাইভার বিজিবির গাড়ীর ড্রাইভারবে ডাক দিলে ক্ষিপ্ত হয়ে সিএনজি ড্রাইভারকে কেম্পে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবিষয়ে অন্যান্য সিএনজি ড্রাইভাররা এগিয়ে আসলে আহত নারীর অবস্তা বেগতিক দেখে তাকে বড়ইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করলে সেখানকার কর্তব্যরত ব্যাক্তি চট্টগ্রাম রেফার করেন। আহত রুগী চট্টগ্রাম যেতে অপারগতা স্বীকার করলে তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
আমাদের প্রতিনিধি কাপ্তাই ওয়াগ্গা বিজিবি ক্যাম্পের (01669-611385) সাথে যোগাযোগ করলে তিনি উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিবেন বলে জানান। পরবর্তীতে ঐ নাম্বারে যোগাযোগ করা হলে তিনি আর মোবাইল রিসিভ করেন নাই।
এদিকে আহত মহিলার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এখন পর্যন্ত সিএনজির ড্রাইভার ব্যাতিত কেউ তাদের সাথে যোগাযোগ করেন নাই। তিনি রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে খুব কষ্টে চিকিৎসা গ্রহণ করছেন বলে জানান।