প্রান্তিক মানুষের কথা তুলে ধরার প্রত্যয়ে ময়মনসিংহের ধোবাউড়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল “ধোবাউড়া ডিজিটাল প্রেসক্লাব”।
রবিবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টায় ক্লাব কার্যালয়ে কেক কেটে ক্লাবটির উদ্বোধন করেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক জি.এম আজহারুল ইসলাম কাজল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কবির উদ্দিনসহ নবগঠিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “নতুন চোখে সংবাদ” এই স্লোগান ধারণ করে ক্লাবটি তথ্যপ্রযুক্তিনির্ভর, দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতা চর্চায় নেতৃত্ব দেবে।
উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন এসএম বাবর, মাসুদ চৌধুরী, মোঃ ফারুক হোসেন, মিজানূর রহমান মানিক,মাহমুদুল হাসান বিশ্বাস রুজেল, মাওলানা ওবায়দুল্লাহ, সিরাজুল ইসলাম সিরাজ, মোঃ বিপুল মিয়া, আনিচুর রহমান সোহাগ, আব্দুল হক লিটন, রাসেল মন্ডল, নূরু আলম, রফিকুল ইসলাম রতনসহ আরও অনেকে।
এ সময় ক্লাবের ২৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
তরুণ সাংবাদিকদের এই সংগঠন আগামী দিনে ধোবাউড়ার প্রতিটি সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরবে – এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।