রাঙামাটিতে গোয়েন্দা পুলিশের অভিযানে হ্যাপি মোর এলাকা থেকে গাঁজার বস্তাসহ আটক-২;

স্টাফ রিপোর্টার রাঙ্গামাটি
দূর্গম পাহাড়ি অঞ্চল থেকে সংগ্রহ করে রাঙামাটি শহর হয়ে পাঁচারের সময় গাঁজার বস্তাসহ দুই পাহাড়ি যুবককে আটক করেছে রাঙামাটি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ জুলাই) বিকেলে শহরের হ্যাপিরমোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছে ডিবি পুলিশ।

আটককৃতরা হলেন উৎপল চাকমা (২৫) ও রাজন চাকমা (৩০)। তারা রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।

রাঙামাটি জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) দৌস মোহাম্মদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে হ্যাপিমোড় এলাকার টেলিটক কাস্টমার কেয়ারের বিপরীত পাশে সড়কে ওঁত পেতে থেকে অভিযান চালানো হয়।

অভিযানে সন্দেহজনকভাবে চলাচলকারী চট্টগ্রাম-থ-১৪-০৪৩০ নাম্বারের একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালিয়ে গাঁজা ভর্তি একটি বস্তা উদ্ধার করা হয়। পরবর্তীতে অটোরিকশায় থাকা দুইজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

ডিবির ওসি দৌস মোহাম্মদ জানান, “আটককৃতরা ব্যবসায়িক উদ্দেশ্যে গাঁজা সংগ্রহ করে শহরের বাইরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং তাদের মাদকসহ আটক করতে সক্ষম হই।”

তিনি আরও বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও চোরাচালানের ধারায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

রাঙামাটি শহরের মতো একটি পর্যটন শহরে এ ধরনের মাদক চক্রের সক্রিয়তা স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে