১৫ লক্ষ টাকা ধারের টাকা চাইতে গিয়ে শ্লীলতাহানি, মারধর ও লুটপাট

শাহীন আহমেদ , রিপোর্টার
ধার দেওয়া ১৫ লক্ষ টাকা চাইতে গেলেই ঘটে বিপত্তি। টাকা যাতে দিতে না হয়, তাই নাসির মোল্লা সব সময় ওত পেতে থাকতো আক্রমণ করার জন্য। মেরে ফেলার জন্য এবং সব সময় কাস্টমস বন্ড এর ডিসি ও কমিশনারের নাম ভাঙ্গিয়ে মেরে ফেলার হুমকি ধামকি দিত।

ওই ধারাবাহিকতাই শত্রুতার জেরে গত ৬ জুলাই ইব্রাহিম হোসেন লিমন ও মিষ্টি দম্পতিকে দেশীয় অস্ত্র দিয়ে মেরে ফেলার উদ্দেশ্যে আক্রমণ করে। এসময় গুরুতর আহত করে স্বর্ণের চেইন নিয়ে যায় ও শ্লীলতাহানি করে এবং ১ কোটি টাকা খরচ করে হলেও মেরে ফেলবে হুমকি দেয়।
নাসির মোল্লা ও রাজিব ফকিরের বিরুদ্ধে এমন অভিযোগ করেন ইব্রাহিম হোসেন লিমন ও মিষ্টি দম্পতি।

তারা আরও বলেন, যে নাসির মোল্লা কাস্টমস বন্ড এর একজন বহিরাগত দালাল তিনি অনৈতিকভাবে কোটি কোটি টাকার অর্থ সম্পদ করেছে।

এ ব্যাপারে ভুক্তভোগী দম্পতি খিলক্ষেত থানায় একটি অভিযোগ দায়ের করে ও ন্যায়বিচারের দাবিতে এ সংবাদ সম্মেলন।

খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ বলেন, তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা করা হবে।