রাঙ্গামাটিতে খাদ্য গুদাম কর্মকর্তার দুর্নীতি পাহাড়সম অভিযোগ !

রুপান্তর বাংলা জেলা সংবাদ দাতা–
রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ -জানা যায়
ভেজাল চাল বিতরণ থেকে শুরু করে চেক জা-লিয়াতি, সরকারি চাল আ-ত্মসাৎ এবং ক্ষ-মতার অ-পব্যবহার, মেয়ের নামের লাইসেন্স দিয়ে ব্যবসা পরিচালনাসহ একাধিক গুরুতর অভিযোগে রাঙ্গামাটির নানিয়ারচরের খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) ক্যাচাথুই মারমার বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতি ও অনিয়মের চিত্র সামনে এসেছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সেনা অভিযানে এসব অপকর্মের তথ্য উঠে আসে। রোববার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে এই অনিয়মের বহু প্রমাণও মিলেছে। অভিযানে নেতৃত্ব দেন নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান, পিএসসি। তার সঙ্গে ছিলেন জোন স্টাফ অফিসার মেজর মোঃ আসিফুর রহমান, পিএসসি ও নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম।
উক্ত অভিযান পরিচালনা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর জোন অধিনায়ককে
ধন্যবাদ জানিয়েছেন রাঙ্গামাটির সুশীল সমাজ।