রুপান্তর বাংলা স্টফ রিপোর্টার রাঙ্গামাটি
অন্তর্বর্তী সরকারের উদাসীনতায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ করেছে রাঙামাটি জেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।
বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নিউমার্কেট চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নূরনবী, সাধারন সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিমউদ্দিম, সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সাবেক সংসদ সদস্য মনিস্বপন দেওয়ান প্রমূখ।
এসময় বক্তারা বলেন, একটি গুপ্ত সংগঠন অত্যন্ত পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি করে তার দায় বিএনপির ওপর চাপাচ্ছে। দলের শীর্ষ নেতা তারেক রহমানকে নিয়ে অশোভন ভাষায় শ্লোগান দিচ্ছে। এহেন অপকর্ম মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে। তাদের মদদ দিচ্ছে সরকার।
বক্তারা আরও বলেন, ‘যারা স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিরোধীতা করেছে, দেশকে মেনে নিতে পারেনি, সেই পরাজিত শক্তি আজ বিএনপির বিরুদ্ধে দেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্তে লিপ্ত হয়েছে। এসব দেশবিরোধীদের বলে দিতে চাই, আমরা স্বৈরাচারকে বিতাড়িত করেছি, বাড়াবাড়ি করলে আপনাদেরও বিতাড়িত করা হবে। সুতরাং পর্দার আড়ালে বসে কলকাঠি নাড়বেনা। যদি সেটা করেন তার পরিনাম ভাল হবেনা। ১৭ বছর রাস্তার বের হতে পারেনি, সেটা নিশ্চয়ই মনে আছে। তাই মনে রাখবেন বিএনপিকে নিয়ে খেলা করলে ঘরেও থাকতে পারবেননা।’
