খাগড়াছড়ির ভাইবোনছড়ায় ছাত্রী ধর্ষণের বিচার ও শান্তিচুক্তি বাস্তবায়নের দাবিতে রাঙ্গামাটিতে সমাবেশ।

রুপান্তর বাংলা জেলা সংবাদদাতা—খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকায় অষ্টম শ্রেণির এক ইস্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন। এ ঘটনার প্রতিবাদে ১৮ জুলাই শুক্রবার সকালে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনটি।

সকাল সাড়ে ১০টার দিকে রাঙ্গামাটি জিমনেসিয়াম চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে মিছিলটি আবার জিমনেসিয়াম চত্বরে ফিরে এসে সড়কে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি জেলা কমিটির সহ সভাপতি কবিতা চাকমা। বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ম্রানুসিং মারমা এবং পিসিপির রাঙ্গামাটি জেলা সাংগঠনিক সম্পাদক সুনীতি বিকাশ চাকমা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নন। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, অথচ অধিকাংশ ঘটনার সঠিক বিচার হচ্ছে না। তারা অভিযোগ করেন, “সরকার বদলালেও পাহাড়ে নিপীড়ন, শোষণ ও দমন থেমে নেই।”

বক্তারা আরও বলেন, “পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় গুম, হত্যা, ধর্ষণের ঘটনা অব্যাহত রয়েছে। এই ধর্ষণ শুধুমাত্র একজন নারীর ওপর নয়, বরং একটি জাতির অস্তিত্বের ওপর আঘাত।”

তারা অবিলম্বে ভাইবোনছড়ার ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং শান্তিচুক্তি বাস্তবায়নের আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২৭ জুন খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকায় অষ্টম শ্রেণির এক জুম্ম ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরিবারের দাবি অনুযায়ী, ১৬ জুলাই রাতে তারা বিষয়টি জানতে পারেন এবং ওই রাতেই ভিকটিমের বাবা থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযুক্ত ছয়জনের মধ্যে চারজনকে আটক করেছে।