জোবায়ের হোসেনের, কাছ থেকে ব্যবসার কথা বলে বিভিন্ন প্রলোবান দেখিয়ে তিন লক্ষ টাকা নেয়, মোঃ মেহেদী হাসান ও তার ছোট ভাই মো: মিনহাজ এবং তার মা, মোসা: লাইলী বেগম।
উভয় পক্ষই গাজীপুর, জেলা কালিগঞ্জ, থানা বক্তারপুর ইউনিয়নের,সাতানী পারা গ্রামে’র বাসিন্দা
ধারের টাকা চাইতে গেলেই ঘটে বিপত্তি বিভিন্ন হুমকি, ধামকি দেয় ও দেশী অস্ত্র দিয়ে মেরে ফেলার চেষ্টা করে, একপর্যায়ে ভুক্তভোগী গাজীপুর জজ কোটে একটি মামলা দায়েল করে এবং কয়েক মাস পর ওয়ারেন্ট এর আসামী দুই ভাই ও মা সহ পুলিশ ধরে নিয়ে যায়।
অভিযুক্তরা ভুক্তভোগীর কাছে প্রতিশ্রুতি দেয় জেল থেকে বের করে দিলে সম্পূর্ণ টাকা দিয়ে দিবে, কিন্তু জেল থেকে বের করলে, অভিযুক্ত ছোট ভাই মো: মিনহাজ টাকা না দিয়ে সাউথ আফ্রিকায় পালিয়ে যায় এবং বড় ভাই ও মা টাকা দিচ্ছি দিব বলে ঘুরাচ্ছে।
মামলাটি এখনো গাজীপুর জজ কোট এ চলমান তিন জনই এখন ওয়ারেন ভুক্ত আসামি