মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি এডুকেশন ফ্রেমওয়ার্ক (এসইজিপি) প্রকল্পের আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২১ জুলাই ২০২৫, রোজ সোমবার সকাল ১১টায় মুক্তাগাছা উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, মুক্তাগাছা, ময়মনসিংহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাবা জাকিয়া আক্তার এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাবা জেসমিন খান।
সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ গোলাম আজম।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।