বিশেষ প্রতিনিধি -চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার সঙ্গে বৈঠক করে আলোচনা শেষে স্মারকলিপি প্রদান করেন জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটির সাংবাদিক গণ।
সোমবার (২১ জুলাই) দুপুর ২টায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটি, চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ স্মারকলিপি প্রদান করা হয়, এতে গত ১৭ বছরে বোয়ালখালী থানাধীন এলাকায় সংঘটিত নানা অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়।
বিশেষ করে স্থানীয় কতিপয় কথিত সাংবাদিকের অপপ্রচারের মাধ্যমে সমাজে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে এই স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এতে দেশ ও জাতিকে ক্ষতিগ্রস্ত করার বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হয়।স্মারকলিপিতে এই সব অপতৎপরতার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়।