চট্টগ্রামে সড়ক সংস্কারের দাবিতে নরনারী ও কোমলমতি শিশুদের মানববন্ধন।

চট্টগ্রাম থেকে জাহাঙ্গির হোসাইন — চট্টগ্রাম

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা ৫নং সিটি কর্পোরেশন ওয়ার্ডস্থ ওয়াসা সড়কের দীঘির পাড় এলাকায়, দেওয়ান মহসিন সড়কের বেহাল দশার বিবরণ জানিয়ে সড়কটি সংস্কারের দাবী নিয়ে মানববন্ধন করছেন এলাকাবাসী।

সাবেক ছাত্রদল নেতা ও নবগঠিত মোহরা ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এস এম রেজাউল করিম খোকনের নেতৃত্বে ২৫ জুলাই শুক্রবার জুম্মা নামাজের পরপরই স্থানীয় তিন মসজিদের নামাজিগণ এবং আশপাশের বাড়ির নারী ও স্কুল পড়ুয়া কোমলমতি শিশুদেরকে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করতে দেখা যায়।

আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন
জানালে হাট জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আনিসুল হক ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোর্শেদুল আল মোর্শেদ, বক্তব্য রাখেন স্থানীয় সমাজপতি মোঃ রফিক, মোঃ কামাল, রাশেদ, মোঃ শাহাদাত হোসেন চৌধুরী (হিমু), মোহাম্মদ মনির, মোহাম্মদ দিদার, মোঃ আজিম, মোঃ মিজানুর রহমান, মোঃ জসিমউদদীন সহ আরও গণ্য-মান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন; চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৫নং ওয়ার্ড এবং জেলার হাটহাজারী থানার সীমানায় রয়েছে কৃষ্ণ খালি খাল, এই খালের দক্ষিণ পাড় দিয়ে গোলাপের দোকান হইতে ওয়াসা সড়কটিকে সংযুক্ত করেছে দেওয়ান মহসিন সড়ক। এই সড়ক দিয়ে,দৈনিক ৬-৭ হাজার যানবাহন চলাচল করে। এছাড়া ভারী যানবাহনের মধ্যে ২০-৩০ টন ওজনের মালবাহী ট্রাক, পিক-আপ ভ্যানও চলাচল করে থাকে। এতে সড়কটির দুর্বল এলাকা গুলো পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত হতে থাকে।
নিদারুণ বর্ষাকাল হলে ভগ্নদশা বেহাল এই সড়ক দিয়ে যান চলাচল তো দুরের কথা সাধারণ পথচারীদের পথ চলতে অনুপযোগী হয় যায়।
এসময় সাধারণ যাত্রীদের সীমাহীন দুর্ভোগের শিকারের উল্লেখ করে বক্তারা বলেন; অভ্যন্তরীন রুটে ব্যটারী চালিত অটোরিকশা এবং সিএনজি চালিত অটোরিকশার চালকগণ ভাঙাচোরা সড়ক দিয়ে যাত্রী বহন করতে অপারগতার কারণ দেখায়। এছাড়া কোন চালক যেতে চাইলেও দ্বিগুণ ভাড়া দিয়ে যেতে বাধ্য হয়।

এমন ভগ্ন দশার প্রভাব ফেলেছে স্কুল পড়ুয়া কোমলমতি শিশুদের মনে, শিশুরা এই জরাজীর্ণ সড়ক কোন অবস্থাতেই স্কুলে যেতে চায় না।
এবিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর দৃষ্টি আকর্ষণ করে এক নারী নেতৃত্ব বলেন; আপনি আমাদের সকলের অবিভাবক, আমরা আপনার মাধ্যমে খুব শিগগিরই দেওয়ান মহসিন সড়কটির সংস্কার দেখতে চাই। আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারেনা। রাস্তা ভাঙা থাকার কারণে কামাল বাজার, কাজীর হাটের দোকান থেকে ভারী কোন সদাই-পাতি বাসাবাড়িতে আনতে পারি না।
এসময় বক্তাগণ মেয়রের উদ্দেশ্য আরও বলেন; খুব শিগগির সড়ক সংস্কারের পদক্ষেপ নেওয়া না হলে আমরা আপনার সিটি কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করবো।