ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় সম্প্রতি অতি বর্ষণে রাস্তা ও ব্রীজের ব্যপক ক্ষতি হয়েছে। আয়মন নদীর উপর পাকা ব্রীজ ও মনতলা-খুকশিয়া পাকা রাস্তা ভেঙ্গে জনসাধারণের চলাচল বিঘ্নীত হয়। উপজেলা প্রকৌশলীর হস্তক্ষেপে জরুরী মেরামত ও ব্রীজের উপর অস্থায়ী বাঁশের সাকো দেওয়ায় সাধারণ জনগণ চলাচল করতে পারছে।
সূত্রমতে, সম্প্রতি অতি বর্ষণে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের পলশা গ্রামে আয়মান নদীর উপর একটি পাকা ব্রীজ পানির তোরে ভেঙ্গে যায়। এতে ফুলবাড়ী-মুক্তাগাছা-সদর উপজেলার সাথে স্থানীয় পলশা, গড়বাজাইল, বাঁশাটি, তেলিগ্রাম, খেরুয়াজানী সহ তিনিটি উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
অস্থায়ী ও বিকল্প সাময়িক জনসাধারণের চলাচলের জন্য উপজেলা প্রকৌশল বিভাগ বাঁশের সাকো নির্মাণ করে দেওয়ায় সাধারণ মানুষ চলাচল করছে। অন্যদিকে গত ২২ জুলাই মনতলা হতে খুকশিয়া ইউনিয়নের মনতলা বাজার হতে খুকশিয়া বাজার পাকা রাস্তার মনতলা দাখিল মাদ্রাসার পাশের্^ অতি বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পাকা রাস্তা ভেঙ্গে যায়। এতে ঐ রাস্তায় যান চলাচল সহ সাধারণ মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে যায়। পরদিনই অর্থাৎ ২৩ জুলাই উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরির্দন করে দ্রæত রাস্তা মেরামতের পদক্ষেপ নেন। এতে জনগণের চলাচলের পথ সুগম হয়।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম এর সাথে কথা হলে তিনি জানান, আয়মন নদীর উপর ব্রীজটি অতি গুরুত্বপূর্ণ। এ ব্রীজের মাধ্যমে তিনটি পাকা রাস্তা ও তিনটি উপজেলার সাথে সংযোগ রয়েছে। জন সাধারণের চলাচলের জন্য আপাতত বাঁশের সাকো তৈরি করে ব্রীজ পার হওয়ার ব্যবস্থা করেছি এবং স্থায়ী ব্রীজ তৈরি জন্য এলজিইডি প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। আমরা গ্রামীন জনগণের যাতায়াতের সুবিধার জন্য কাজ করে যাচ্ছি।