কালিগঞ্জ উপজেলা বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জ্বরা বিজ্ঞান প্রতিষ্ঠানের সভাপতি মোঃ ফরিদ উদ্দিনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ

মোঃ ইদ্রিস আলী,ক্রাইম রিপোর্টার, খুলনা বিভাগ।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জ্বরা বিজ্ঞান প্রতিষ্ঠানটি গত ইং ২০০১সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত লগ্ন থেকেই খুব ভালোভাবে পরিচালিত হয়ে আসছিল। গত ইং ২০২২ সালে জালাল উদ্দিন সাহেবের সভাপতিত্বে সাধারণ সভায় মোঃ ফরিদ উদ্দিন মিয়া সভাপতিত্ব লাভ করেন ১৫ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি নিয়ে। উক্ত কমিটির মেয়াদ থাকে তিন বছর কিন্তু চার বছর পার হওয়ার পর ও তিনি এ পর্যন্ত কোন সাধারণ সভা করে নাই। এবং উক্ত সংস্থার আয়-ব্যয়ের সঠিক কোন হিসাব উনার কাছে নাই। এমতাবস্থায় সাধারণ সদস্যবৃন্দ ফরিদ উদ্দিন মিয়াকে সাধারণ সভা করার জন্য চাপ সৃষ্টি করে। মোঃ ফরিদ উদ্দিন মিয়া উপায়ান্তর না পেয়ে গত ইং ০৬/০৭/২০২৫ তারিখে নিজ স্বাক্ষরিত চিঠিতে সাধারণ সভার আয়োজন করে। কিন্তু উক্ত সভায় তিনি হাজির হয়নি এবং কাউকে জানায়নি কি কারনে উনি হাজির হয়নি।এটা নিয়ে সাধারণ সদস্যদের মনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ফরিদ উদ্দিন মিয়ার ডাকা উক্ত তারিখে উপস্থিতি না থাকায় প্রাক্তন সদস্য মোঃ জালাল উদ্দিন সাহেব কে সভার সভাপতিত্ব করার জন্য সাধারণ সদস্যবৃন্দ অনুরোধ জানান। অনুরোধক্রমে জালাল উদ্দিন সাহেবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সমিতির ১২ জন সদস্য বক্তব্য রাখেন ও সবাই মতামত ব্যক্ত করেন যে, নির্বাচনের মাধ্যমে আমরা কমিটি গঠন করব কোন পকেট কমিটি আমরা আর চাই না। এই মর্মে সাধারণ সদস্যদের স্বাক্ষরিত একটি রেজুলেশন বহি তৈরি করা হয়। যাহা কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মহাসচিব বরাবর একটি চিঠি সহ পাঠানো হয়। উল্লেখ্য গত ইং ১৬ই জুন২০২৫ তারিখে কেন্দ্রীয় মহাসচিব স্বাক্ষরিত কালীগঞ্জের সভাপতি বরাবর একটি চিঠি প্রেরণ করেন। উক্ত চিঠির কোন সদুত্তর কালীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোঃ ফরিদ উদ্দিন সাহেব ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত কোন আয় ব্যয়ে ও অনুদানের হিসাব আজ অব্দি দাখিল করেন নাই এবং নাম প্রকাশে অনিচ্ছুক সাধারণ সদস্যদের প্রতি রাজনৈতিক নেতাদের দিয়ে চাপ সৃষ্টি করছে। তাহাকে বিনা ভোটে আবার পুনরায় সভাপতি নির্বাচিত করার জন্য। যাহা সম্পূর্ণভাবে গঠনতন্ত্রের পরিপন্থী হিসাবে বিবেচিত হয়। এই মর্মে সাধারন সদস্যবৃন্দ বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জ্বরা বিজ্ঞান প্রতিষ্ঠানের কেন্দ্রীয় সভাপতি এবং মহাসচিবের আশু হস্তক্ষেপ কামনা করছে।