বৈষম্যহীন উন্নয়নের মাধ্যমে রাঙ্গামাটি জেলা কে একটি মডেল হিসেবে তৈরি করতে চাই- দীপন তালুকদার দিপু

কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে কাপ্তাইয়ে বিএনপির নতুন সদস্য ও নবায়ন কার্যক্রম চলমান রয়েছে।
বৃহ:বার ১৪ (আগষ্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে পার্বত্য রাঙামাটি জেলায় বিএনপির নতুন সদস্য ও নবায়ন কার্যক্রম সফল ও গতিশীল করার লক্ষ্যে কাপ্তাই উপজেলার বিএফ আইডিসি ক্লাব মাঠে ৪ নং কাপ্তাই ইউনিয়ন বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত হয় । ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইউসুফ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল হাকিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দিপু। বৈষম্যহীন উন্নয়নের মাধ্যমে রাঙ্গামাটি পার্বত্য জেলা কে একটি মডেল হিসেবে তৈরি করতে চাই। কাপ্তাইকে মৌজা হিসাবে গুরুত্বপূর্ণ ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে কাপ্তাইয়ে বিএনপির নতুন সদস্য ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ,যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন,আলি বাবর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম,কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সায়েরা চন্দ্রা চাকমা, কাপ্তাই উপজেলা বিএনপি’র সভাপতি লোকমান আহমেদ,সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ রতন,সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন,সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক আবু, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা,মিজানুর রহমান মিজান,জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক একরাম হোসেন বেলাল, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক পারুল আক্তার,বিদ্যুৎ শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ বেলাল,উপজেলা যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ,সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন, কৃষক দলের সভাপতি ইকবাল হাসান মাসুদ,তাঁতী দলের সাধারণ সম্পাদক তরিকউল্লাহ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি নূর জামাল, উপজেলা ছাত্রদলের আহবায়ক সেকান্দার আলি রাসেল,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেতা সালাউদ্দিন রুবেল সহ উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন।এ সময় বক্তারা বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে বিএনপির নতুন সদস্য ও নবায়ন কার্যক্রমে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহবান জানান।