রূপান্তর বাংলা, এডিটর : শাহীন আহমেদ।
নরসিংদীর, পলাশ থানা, কাউয়াদি গ্রামে এক চাঞ্চল্যকর ধর্ষণের অভিযোগ উঠেছে, মোহাম্মদ জহিরুল হকের ছেলে। মোহাম্মদ ইলিয়াস নামের এক ব্যক্তি প্রতিবেশী এক অসহায়, বিধবা নারী রিমা ‘কে ঘরে একা পেয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন।
জানা গেছে, রিমার স্বামী দীর্ঘ এক বছর আগে মারা যান। সেই সুযোগে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল ইলিয়াস। সুযোগ না পেয়ে একদিন বাড়িতে একা পেয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং মুখে কাপড় বেঁধে জোর করে ধর্ষণ করে। এরপর বিষয়টি কাউকে জানালে মা-মেয়েকে খুন করে ফেলবে বলে হুমকি দেয় ইলিয়াস।
ভয়ে, ভীত রিমা প্রথমে কিছু না বললেও পরে বিষয়টি স্থানীয়দের জানায়। এতে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। গণমানুষের প্রতিবাদের মুখে ধর্ষক ইলিয়াস এলাকা ছেড়ে পালিয়ে যায়। এতে এলাকাবাসী রিমার পাশে দাঁড়িয়ে ধর্ষণকারীর শাস্তি দাবিতে বিক্ষোভ ও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন।
এ ঘটনায় ভুক্তভোগী রিমা পালাশ থানায় একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। অপরদিকে, পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন।