মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি — ময়মনসিংহ বনবিভাগের রসুলপুর রেঞ্জের চন্ডিমন্ডপ বিটের অধিন খাগরজানায় বনবিভাগের সামাজিক বনায়নের বাগান থেকে গাছ চুরি হয়েছে। এ ব্যাপারে সরেজমিনে গিয়ে দেখা যায় খাগরজানা মৌজা ২১ হেক্টর জমির উপর ২০১২-২০১৩ অর্থবছরে সৃজিত সামাজিক বনায়নের ৫০ জন উপকার ভোগীদের নামে বাগান সৃষ্টি হয়। ইতিমধ্যে বাগানের গাছ কাটার উপযোগী হয়েছে। বনবিভাগ থেকে গাছ বিক্রির কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। গাছ বড় হওয়ায় গাছ চোর ও বন খেকোদের কুদৃষ্টি করে গাছের উপর। ইতিমধ্যেই সামাজিক বনায়নের বাগান থেকে অহরহ গাছ চুরি হচ্ছে। ১৫ আগস্ট দিবাগত রাতে একটি সংঘবদ্ধ চোরের দল খাগরজানা মৌজা থেকে আটটি আকাশ মনি বড় গাছ কেটে নিয়ে যায় যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। উক্ত গাছ চুরিতে একদিকে গরীব উপকার ভোগীরা তাদের আয় থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে, সরকার মোটা অংকের রাজস্ব হারাচ্ছে। স্থানীয় উপকার ভোগীদের সাথে কথা হলে তারা জানান বনবিভাগের উদাসীনতা ও অবহেলার কারণে সামাজিক বনায়নে গাছ চুরি হচ্ছে। তারা জানান বনবিভাগ থেকে উপকারভোগী ও স্থানীয় জন সাধারণের মটিবেশন না থাকায় এবং বনবিভাগের টহল না থাকায় গাছ চোরেরা বিনা বাধায় গাছ চুরি করে নিয়ে যাচ্ছে। তাছাড়া বাগানের মেয়াদ শেষ হওয়ার পরও বন কর্তৃপক্ষ গাছ বিক্রি করার ব্যবস্থা না করায় এভাবে প্রতিনিয়ত গাছ চুরি হলে একসময় সামাজিক বাগান গাছ শূন্য হয়ে পড়বে। তাহাতে গরীব উপকার ভোগীরা তাদের দীর্ঘদিনের পরিশ্রমের মূল্য থেকে বঞ্চিত হবে এবং সরকারও বিপুল পরিমাণ রাজস্ব হারাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট বনবিভাগের জরুরী ভিত্তিতে মেয়াদ উত্তীর্ণ বাগানের গাছ বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বাগানের প্রহরার বিষয়ে নজর দেওয়া প্রয়োজন বলে অভিজ্ঞ মহল মনে করেন।
